বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে অগ্নিগর্ভ হাওড়ার বিস্তীর্ণ এলাকা। দফায় দফায় জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ। চলে রেল অবরোধও। এই অবস্থায় হাওড়া গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করল প্রশাসন। আগামী সোমবার সকাল ৬টা অবধি ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। যাতে গুজব না ছড়ায়, নতুন করে অশান্তি না বাধে সেকারণে এই পদক্ষেপ। বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন।